ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহের সড়কে ঝরল ২ শিক্ষার্থীর প্রাণ

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ১৪ আগস্ট ২০২৫  
ঝিনাইদহের সড়কে ঝরল ২ শিক্ষার্থীর প্রাণ

মারা যাওয়া দুই শিক্ষার্থী

ঝিনাইদহে দুই মোটরসাইকেল এবং বাইসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে আরাফাত হোসেন (১৬) ও শিহাব (১৪) নামে দুই স্কুল শিক্ষার্থী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

বুধবার (১৩ আগস্ট) রাতে সদর উপজেলার দড়িগোবিন্দপুর গ্রামে দুর্ঘটনার শিকার হন তারা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

মারা যাওয়াদের মধ্যে শিহাব ঝিনাইদহ সদর উপজেলার দড়িগোবিন্দপুর গ্রামের ইমরান হোসেনের ছেলে। আরাফাত একই গ্রামের কোরবান আলীর ছেলে। শিহাব কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির এবং আরাফাত ঝিনাইদহ শহরের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

স্বজনরা জানান, গতকাল রাত ৮টার দিকে শিহাব এবং আরাফাত মোটরসাইকেলে পার্শ্ববর্তী বয়রাতলা বাজারে যাচ্ছিলেন। দড়িগোবিন্দপুর মৌরিবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেল এবং মোটরসাইকেলের সঙ্গে তাদের বহনকারী মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। আহত হন পাঁচজন। 

তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। শিহাব, আরাফাত ও বাইসাইকেল চালককে ফরিদপুরে রেফার্ড করেন চিকিৎসক। ফরিদপুরে নেওয়ার পথে শিহাব মারা যান। ঢাকা মেডিকেলে নেওয়ার পথে আরাফাতের ‍মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনা ঘটেছে। অভিযোগ না থাকায় মারা যাওয়া দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়