মুজিবনগর সীমান্তে ৫১ হাজার মার্কিন ডলারসহ আটক এক
মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
মেহেরপুরের মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী আনন্দবাস এলাকায় অভিযান চালিয়ে ৫১ হাজার মার্কিন ডলারসহ জাহাঙ্গীর শেখ (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে তাকে আটক করা হয়। জাহাঙ্গীর শেখ আনন্দবাসী গ্রামের মৃত আফসার শেখের ছেলে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, আনন্দবাস বিওপির আওতাধীন সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ মার্কিন ডলার পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে ৫১ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়। যা বাংলাদেশি মুদ্রায় ৬১ লাখ ৯৮ হাজার ৫৪০ টাকা। এ সময় একটি বাইসাইকেল ও একটি বাটন ফোন জব্দ করা হয়। জাহাঙ্গীরের বিরুদ্ধে মুজিবনগর থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সেই সঙ্গে ডলারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা করার জন্য কোম্পানি কমান্ডারের অনুকূলে পাঠানো হয়েছে।’’
মুবিজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা/ফারুক/রাজীব