ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আত্মীয়ের মরদেহ নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মারা গেলেন ইসমাইল

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৮, ১৫ আগস্ট ২০২৫   আপডেট: ১৯:৪৮, ১৫ আগস্ট ২০২৫
আত্মীয়ের মরদেহ নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মারা গেলেন ইসমাইল

গোপালগঞ্জের মুকসুদপুরে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় ইসমাইল হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন।

শুক্রবার (১৫ আগস্ট) উপজেলার দিগনগর ইউনিয়নের জোয়ারিয়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহত ইসমাইল হাওলাদার পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সবুজ নগর গ্রামের রহমান হাওলাদারের ছেলে। ভাঙ্গা হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) মো. রোকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘এক আত্মীয়ের মরদেহ নিয়ে চট্টগ্রাম থেকে পিরোজপুরে যাচ্ছিলেন ইসমাইল হাওলাদার। এ সময় তার সঙ্গে আরো কয়েকজন ছিলেন। পথে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিএমএফ পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। এতে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ইসমাইল হাওলাদার মারা যান।’’

ঢাকা/বাদল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়