ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেকনাফে উপজেলা আ.লীগের সম্পাদকসহ ৩ নেতা গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ১৬ আগস্ট ২০২৫   আপডেট: ১৯:১৭, ১৬ আগস্ট ২০২৫
টেকনাফে উপজেলা আ.লীগের সম্পাদকসহ ৩ নেতা গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “তারা গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।”

আরো পড়ুন:

গ্রেপ্তাররা হলেন, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ, তার ভাই আওমায়ী লীগ নেতা তারেক মাহমুদ রনি ও টেকনাফ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। গত কয়েক দিনের অভিযানে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

ঢাকা/তারেকুর/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়