ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৭৩০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৫১৯০ টাকায়

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ১৭ আগস্ট ২০২৫   আপডেট: ১১:৫৭, ১৭ আগস্ট ২০২৫
১৭৩০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৫১৯০ টাকায়

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নাসির মাঝির জালে রবিবার ভোরে ধরা পড়ে ইলিশ মাছটি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নাসির মাঝি (৩৫) নামে জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৭৩০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। রবিবার (১৭ আগস্ট) ভোরে বঙ্গোপসাগরের চর বিজয় সংলগ্ন এলাকায় মাছটি ধরা পড়ে।

সকাল সাড়ে ৯টার দিকে কুয়াকাটা মৎস্য মার্কেটে মাছটি আনা হয়। নিলামের মাধ্যমে রাসেল ফিসের স্বত্ত্বাধিকারী রাসেল মিয়া ৩ হাজার টাকা কেজি দরে ৫ হাজার ১৯০ টাকায় মাছটি কিনে নেন।

আরো পড়ুন:

জেলে নাসির মাঝি বলেন, “গতকাল শনিবার সন্ধ্যায় ইঞ্জিনচালিত ডিঙ্গি ট্রলার নিয়ে সাগরে মাছ শিকারে যাই। রাতে চর বিজয় সংলগ্ন এলাকায় জাল ফেলি। সকালে জাল টানার পর অন্যান্য মাছের সঙ্গে ইলিশটিও উঠে আসে।”

তিনি আরো বলেন, “এতো বড় সাইজের ইলিশ সচরাচর ধরা পড়ে না। আমার জালে বড় ইলিশটি ধরা পড়ায় শুকরিয়া আদায় করেছি। দামও ভালো পেয়েছি।”

রাসেল ফিসের স্বত্ত্বাধিকারী রাসেল মিয়া বলেন, “সব সময় বড় ইলিশ মেলে না। আজ বাজারে আসা সবেচেয়ে বড় ইলিশ ছিল এটি। এ কারণে সর্বোচ্চ দাম দিয়ে মাছটি কিনে নিয়েছি। এটি বিক্রির জন্য উত্তরাচঞ্চলের দিকে পাঠাতে পারি। এখনো সিদ্ধান্ত নেইনি।”

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “এখন অনেক জেলেই ইলিশসহ বিভিন্ন প্রজাতির বড় সাইজের মাছ পাচ্ছেন। বৃষ্টির কারণে গভীর সমুদ্রের মাছ তীরের দিকে চলে আসছে। আসা করছি, সব জেলেরাই মাছ পাবেন।”

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়