দুই ভিক্ষুককে ঠেলে পাঠাল বিএসএফ
লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে দুই ভিক্ষুককে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রবিবার (১৭ আগস্ট) ভোরে উপজেলার পঁয়ষট্টিবাড়ি সীমান্তের ৮৪৫ নম্বর প্রধান পিলার এলাকা দিয়ে তাদের পাঠানো হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ওই দুইজনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার বাসিন্দা রানু মোল্লা এবং সুনামগঞ্জের বিশম্ভপুর উপজেলার আবু বক্কর সিদ্দিক।
পুলিশ ও বিজিবি জানায়, প্রায় এক বছর আগে অবৈধভাবে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন রানু মোল্লা ও আবু বক্কর সিদ্দিক। তারা গুজরাট এলাকায় ভিক্ষাবৃত্তিতে যুক্ত ছিলেন।
রবিবার ভোরের দিকে বিএসএফ সদস্যরা তাদের পাটগ্রামের পঁয়ষট্টিবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠায়। সীমান্তের এক কিলোমিটার ভেতরে প্রবেশ করলে প্রধান বাড়ি এলাকা থেকে বিজিবি ৬১ তিস্তা ব্যাটালিয়নের পঁয়ষট্টিবাড়ি বিওপির সদস্যরা তাদের আটক করে। পরে আটককৃতদের পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়।
পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিচয় নিশ্চিত হলে আটককৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা/সিপন/মাসুদ