ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে কাভার্ডভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৫

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২০, ১৮ আগস্ট ২০২৫   আপডেট: ১০:০৭, ১৮ আগস্ট ২০২৫
চট্টগ্রামে কাভার্ডভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৫

চট্টগ্রামের আকবর শাহ থানার সিটিগেট এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে পিকআপের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) ভোর ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

আকবর শাহ থানার এস আই মো. সাজ্জাদ হোসেন জানান, দুর্ঘটনায় নিহতদের পরিচয় জানা গেছে। তারা হলেন- আকাশ দাস (২৬), অজিত দাস (২৪), রনি দাস (২৫), জুয়েল দাস ও মো. সোহাগ (৩২)। তারা সবাই সীতাকুণ্ডের মাছ ব্যবসায়ী। ভোরে চট্টগ্রামের ফিশারী ঘাট থেকে মাছ কিনতে তারা পিকআপ ভ্যানে করে যাচ্ছিলেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সীতাকুণ্ড থেকে শহর অভিমুখী একটি যাত্রীবাহী পিকআপ ভ্যান সিটিগেট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। পিকআপ ভ্যানের চালক ও হেলপারসহ পাঁচজন নিহত হন। তিনজন গুরুতর আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

ঢাকা/রেজাউল/মাসুদ 

সর্বশেষ

পাঠকপ্রিয়