সাতক্ষীরায় স্কুলে ঢুকে শিক্ষককে মারধর করলেন বিএনপি-ছাত্রদলের নেতারা
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সাতক্ষীরায় বিএনপি ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে স্কুলে ঢুকে একজন সহকারী শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। রবিবার (১৭ আগস্ট) সকালে সদর উপজেলার বল্লি মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী শিক্ষক শফিকুল ইসলাম সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে বল্লি ইউনিয়ন ছাত্রদলের নেতা কামরুজ্জামান সবুজ এবং ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আক্তার মন্টুসহ কয়েকজন লোহার রড, হাতুড়ি, জিআই পাইপ, বাঁশের লাঠি নিয়ে স্কুলে প্রবেশ করেন। তারা স্কুলের অফিস কক্ষে ঢুকে শিক্ষক শফিকুল ইসলামকে মারধর করতে শুরু করেন। একপর্যায়ে তারা ওই শিক্ষককে বল্লি ইউনিয়ন পরিষদের মধ্যে নিয়ে আটকে মারধর করেন। বিষয়টি জানতে পেরে শিক্ষক, ছাত্র-ছাত্রীরা গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করেন। পরে হামলাকারীরা আবারো স্কুলে এসে ওই শিক্ষককে হুমকি দেয় এবং বলে যে, তিনি পুনরায় এই স্কুলে আসলে তার হাত-পা ভেঙে দেবে।
এ বিষয়ে জানতে বল্লি ইউনিয়ন ছাত্রদলের নেতা কামরুজ্জামান সবুজের মোবাইলে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেনি।
জানতে চাইলে বল্লি ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আক্তার মন্টু বলেন, “এই বিষয়ে কিছু বলব না।”
বল্লি মুজিবুর রহমান স্কুলের প্রধান শিক্ষক কে এম আজাহারুজ্জামান জানান, একজন ছাত্রীকে আলাদাভাবে বিদ্যালয়ে পড়িয়েছেন শফিকুল ইসলাম এমন অভিযোগ এনে তাকে মারধর করেছেন বিএনপির কয়েকজন নেতাকর্মী। তারপর ১০-১২জন ধরে কিল-ঘুষি মারেন তাকে। টেনেহিঁচড়ে বাইরে নিয়ে বাজার ঘুরিয়েছেন। পরে তাকে ইউনিয়ন পরিষদে নিয়ে আটকে রাখা হয়। খবর পেয়ে স্কুলের অন্য শিক্ষক-শিক্ষার্থীরা গিয়ে ভুক্তভোগী শিক্ষককে উদ্ধার করেন।
তিনি আরো বলেন, “আমি উপজেলা নির্বাহী অফিসার স্যারকে ফোন করেছিলাম, উনি আমাদের স্কুলের সভাপতি। থানা এবং সেনাবাহিনীর ক্যাম্পে ফোন করেছি। থানা থেকে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।”
সাতক্ষীরা সদর থানার ওসি মো. শামিনুল হক বলেন, “আমাদের এখানে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেব।”
ঢাকা/শাহীন/মাসুদ