ভাঙ্গুড়ায় দুই ভিক্ষুক গাড়ি চাপায় নিহত
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
পাবনার ভাঙ্গুড়া পৌরসভার সাহেবপাড়া এলাকায় গাড়ির চাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) ভোরের দিকে দুর্ঘটনার শিকার হন তারা। ভাঙ্গুরা থানার ওসি শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া দুই নারীর বয়স ৬০ এবং ৩৫ বছরের মধ্যে। তাদের পরিচয় শনাক্তের কাজ করছে পুলিশ।
স্থানীয়রা জানান, দুই নারী এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। ভোরে সড়কের পাশে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন এলাকাবাসী। তাদের ধারণা, রাতে দ্রুত গাতির কোনো গাড়ির চাপায় তাদের মৃত্যু হয়েছে।
ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ঢাকা/শাহীন/মাসুদ