ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাথরকাণ্ডে কোম্পানীগঞ্জের ইউএনওকে বদলি

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৫, ১৮ আগস্ট ২০২৫   আপডেট: ২২:১৫, ১৮ আগস্ট ২০২৫

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় উদাসীনতার অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকে বদলি করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজাউন নবী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজিজুন্নাহারকে কোম্পানীগঞ্জ থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জে পদায়ন করা হয়েছে।

আরো পড়ুন:

এদিকে, একই ঘটনায় সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদকেও বদলি করা হয়েছে। নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক র‌্যাবের আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ বলেন, ‘‘পাথরকাণ্ডে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকে বদলি করা হয়েছে।’’

এর আগে, চলতি বছরের ১৪ জানুয়ারি কোম্পানীগঞ্জের ইউএনও হিসেবে যোগদান করেন আজিজুন্নাহার। সাদা পাথর লুটের ঘটনায় তার ভূমিকা নিয়ে স্থানীয় ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছিল। অভিযোগ উঠে, লুটপাট বন্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেননি ইউএনও আজিজুন্নাহার।

ঢাকা/নূর/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়