ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পঞ্চগড় সীমান্তে ৩ বাংলাদেশি আটক

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫১, ২০ আগস্ট ২০২৫   আপডেট: ০৯:৫৫, ২০ আগস্ট ২০২৫
পঞ্চগড় সীমান্তে ৩ বাংলাদেশি আটক

পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে উপজেলার ভিতরগড় ইউনিয়নের সীমান্তবর্তী পোকলাভিটা গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৭৬০ টাকা, দুটি বাটন মোবাইল ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

আরো পড়ুন:

বুধবার (২০ আগস্ট) সকালে নীলফামারী ৫৬ ব্যাটালিয়ন থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার আচ্চানিমবাড়ী গ্রামের শ্রী রাম (৩৫), তার স্ত্রী শ্রী চন্দনা রাণী (৩৩) এবং দিনাজপুরের কাহারোল উপজেলার চান্দুরী গ্রামের মো. শামীম (৩২)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৭৪৪/৪- এলাকা থেকে তিন বাংলাদেশিকে আটক করে ভিতরগড় বিওপির বিজিবি সদস্যরা। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, একাধিক দালালচক্রের মাধ্যমে তারা ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন, এজন্য  ৪৯ হাজার টাকায় চুক্তি করা হয়েছিল।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বলেন, “সীমান্তে মাদক ও মানবপাচারসহ সব ধরনের অপরাধ রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। আটককৃতদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

ঢাকা/নাঈম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়