ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পটুয়াখালীতে ডাচ-বাংলার বুথে ডাকাতি, যুবক আটক

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ২০ আগস্ট ২০২৫   আপডেট: ১০:৩০, ২০ আগস্ট ২০২৫
পটুয়াখালীতে ডাচ-বাংলার বুথে ডাকাতি, যুবক আটক

পটুয়াখালীতে ডাচ-বাংলা ব্যাংকের বুথ এবং দুই দোকান ডাকাতির ঘটনায় মো. জাহিদ (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে মৌকরণ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। জাহিদের বাড়ি জেলার বাউফল উপজেলার নওমালা এলাকায়।

আরো পড়ুন:

গ্রেপ্তার জাহিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের বালিকা বিদ্যালয়ের সড়ক সংলগ্ন পুকুর থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করে পুলিশ। এছাড়া ডাচ-বাংলা ব্যাংকের বুথের সামনে থেকে একটি মনিটর ও একটি মোবাইল ফোন উদ্ধার হয়। 

পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, ‍“মঙ্গলবার দুপুরের দিকে জাহিদকে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী মনিটর ও মোবাইলসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিক প্রেস বিফিংয়ের মাধ্যমে জানানো হবে।”

গত শনিবার রাতে পটুয়াখালী শহরের সদর রোড সংলগ্ন আদালত পাড়া এলাকার ডাচ-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাক বুথে ডাকাতির ঘটনা ঘটে। এসময় এটিম বুথের নিরাপত্তাকর্মী মজিবুরকে (৫৫) মারধর করে বেঁধে রাখা হয়। পরে একটি মোবাইল এবং একটি চশমার দোকানে চুরির ঘটনা ঘটে। 

ঢাকা/ইমরান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়