ভালুকায় চার গাড়ির সংঘর্ষে নিহত ২
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া দুই ভাই
ময়মনসিংহের ভালুকায় চার গাড়ির সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর উত্তর বাজার এলাকায় ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পাড়াগাঁও এলাকার মৃত মুনসুর আলীর ছেলে আমছর আলী সরকার (৬৫) ও নুরুল ইসলাম সরকার (৬০)।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর বাজারে প্রাইভেটকার ও অটোরিকশা ইউটার্ন নিচ্ছিল। এসময় একটি কাভার্ডভ্যান গাড়ি দুইটিকে ধাক্কা দেয়। পরে দ্রুত গতির একটি ট্রাক অটোরিকশা-প্রাইভেটকার ও কভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এ ঘটনায় অটোরিকশার যাত্রী আমছর আলী সরকার ঘটনাস্থলেই মারা যান। তার ভাই আহত নুরুল ইসলাম সরকারকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ নগরীর স্বদেশ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ৮টার দিকে নুরুল ইসলাম সরকার মারা যান।
ভালুকা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আতিকুর রহমান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যান। তারা একজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কছে হস্তান্তর করেন।”
ভরাডোবা হাইওয়ে থানার ওসি মেহেদী মাসুদ বলেন, “দুর্ঘটনা কবলিত ট্রাক, প্রাইভেটকার, অটোরিকশার এবং কভার্ডভ্যান আটক করা গেলেও চালকেরা পালিয়ে গেছেন। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঢাকা/মিলন/মাসুদ