নেত্রকোণায় শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন
নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নেত্রকোণার মোহনগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে রহমত আলী (৫৩) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দুপুরে নেত্রকোণা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ড. এ কে এম এমদাদুল হক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রহমত আলীর বাড়ি উপজেলার মাইজহাটি গ্রামে। তিনি ওই গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে। আদালতের সরকারি কৌঁসুলি নুরুল কবীর রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়তো। ২০১২ সালের ৩ মে সে প্রতিদিনের মতো বিদ্যালয়ে যায়। পরে শ্রেণিকক্ষে বই-খাতা রেখে মাঠে দাঁড়িয়ে ছিল। তখন বিদ্যালয় সংলগ্ন বাড়ির রহমত আলী তাকে কোলে করে নিয়ে বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। পরে অসুস্থ অবস্থায় শিশুটি বাড়ি ফিরলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মোহনগঞ্জ থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ১০ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেছেন।
ঢাকা/ইবাদ/রাজীব