ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বান্দরবানে জিপ উল্টে নারী নিহত

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৬, ২০ আগস্ট ২০২৫  
বান্দরবানে জিপ উল্টে নারী নিহত

বান্দরবানের রোয়াংছড়িতে জিপ উল্টে হ্লায়ইনু মারমা (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন। বুধবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তারাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাজার শেষে কয়েকজন জিপযোগে বাড়ি ফিরছিলেন। পথে ঢালু এলাকায় জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে হ্লায়ইনু মারমা মারা যান। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন:

তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা বলেন, ‘‘জিপ উল্টে এক নারী নিহত হয়েছেন। আমি বর্তমানে ঘটনাস্থলে আছি।’’

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. দিলীপ চৌধুরী বলেন, ‘‘দুর্ঘটনায় আহতদের মধ্যে দুই জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।’’

রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) এম জাকের আহমেদ বলেন, ‘‘জিপ উল্টে এক নারী নিহত ও কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’’

ঢাকা/চাই মং/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়