পানির ছিটা দেওয়ায় কুপিয়ে হত্যা, পুলিশের জালে প্রধান আসামি
নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোজাম্মেল মিয়া (২০) নামে এক দোকান কর্মচারীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে তারই দুই বন্ধু। ঘটনার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের প্রধান আসামি কাউসারকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার সকালে কুমিল্লার বুড়িচং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান নরসিংদী জেলা পিবিআই-এর পুলিশ সুপার এসএম মোস্তাইন হোসেন।
এর আগে বুধবার (২০ আগস্ট) দুপুরে শহরতলির হাজীপুর এলাকার ফারুক মোল্লার মোড়সংলগ্ন মদিনা ওয়ার্কশপের সামনে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে। নিহত মোজাম্মেল রায়পুরা উপজেলার বল্লবপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি নরসিংদী শহরের হাজীপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মোজাম্মেল ও তার দুই বন্ধু কাউসার ও রাকিব ওই স্থানে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই কাউসার ও রাকিব ধারালো দা দিয়ে মোজাম্মেলের ঘাড়ে ও পিঠে এলোপাতাড়ি কোপ মারেন। আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় মোজাম্মেলকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এসএম মোস্তাইন হোসেন বলেন, ‘‘প্রাথমিক তদন্তে জানা গেছে, খাবার খাওয়ার সময় একে অপরের গায়ে পানি ছিটানোকে কেন্দ্র করে তিন বন্ধুর মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। তারই জেরে পরদিন সকালে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। হত্যাকাণ্ডের পরপরই পিবিআই নরসিংদীর একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নামে এবং হত্যাকাণ্ডের প্রধান আসামি কাউসারকে গ্রেপ্তার করে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’’
এ দিকে স্থানীয়দের মধ্যে এমন ঘটনায় চরম উত্তেজনা ও শোকের ছায়া বিরাজ করছে। তারা বলছেন, পানির ছিটা নিয়ে এভাবে একজনকে কুপিয়ে হত্যা—এটা কল্পনাতীত!
ঢাকা/হৃদয়