ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউপি চেয়ারম্যানের কক্ষে তালা দিলেন বিএনপির নেতাকর্মীরা

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৮, ২১ আগস্ট ২০২৫  
ইউপি চেয়ারম্যানের কক্ষে তালা দিলেন বিএনপির নেতাকর্মীরা

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৬ নম্বর ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আহসান কবির শামীমের কক্ষে তালা দিয়েছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ইউনিয়ন কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে, সে সময় চেয়ারম্যান নিজ কক্ষে ছিলেন না। পরে এ বিষয়ে জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইলে ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।

আরো পড়ুন:

বিএনপির নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন সোহাগ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলিমুদ্দিন প্রমুখ।

তারা অভিযোগ করেন, বাবুল আহসান কবির শামীম নৌকা প্রতীকে নির্বাচিত। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এ কারণে তার কক্ষে তালা দেওয়া হয়েছে।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বলেন, ‘‘চেয়ারম্যানের কক্ষে তালা দেওয়ার বিষয়টি জেনেছি। বিষয়টি দ্রুত সমাধান করা হবে।’’

ঢাকা/মোসলেম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়