ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খালের পানিতে নিখোঁজের ৪ ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০০, ২১ আগস্ট ২০২৫  
খালের পানিতে নিখোঁজের ৪ ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার

বরিশালের গৌরনদীতে খালের পানিতে ডুবে নিখোঁজের ৪ ঘণ্টা পর এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে গৌরনদী উপজেলার আশোকাঠী বাসস্ট্যান্ড সংলগ্ন পালরদী খালে গোসল করতে নেমে নিখোঁজ হন এক সন্তানের জননী উম্মে হানিয়া বিথী (৩৫)। দুপুর ১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গৌরনদী স্টেশন অফিসার মো. বিপুল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

বিথী গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হরিসেনা গ্রামের বাসিন্দা প্রবাসী রিপন সরদারের স্ত্রী এবং দক্ষিণ বিজয়পুর গ্রামের শাহ আলম সিকদারের মেয়ে।

বিথীর পরিবারের সদস্যদের বরাত দিয়ে মো. বিপুল হোসেন জানিয়েছেন, গৃহবধূ বিথী কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। বাবার বাসা থেকে বের হয়ে পালরদী খালে গোসলে নেমে নিখোঁজ হন তিনি।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরো জানিয়েছেন, এক নারী নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদলের সদস্যরা খালের পানিতে উদ্ধার অভিযান চালান। দুপুর ১টার দিকে সেখান থেকে বিথীর মরদেহ উদ্ধার করা হয়।

ঢাকা/পলাশ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়