ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঠাকুরগাঁও সীমান্তে ৪ বাংলাদেশি আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৯, ২২ আগস্ট ২০২৫   আপডেট: ০৯:৩১, ২২ আগস্ট ২০২৫
ঠাকুরগাঁও সীমান্তে ৪ বাংলাদেশি আটক

ফাইল ফটো

ঠাকুরগাঁওয়ের একটি সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছ থেকে চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর দেড়টার দিকে জেলার রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা সবাই বাংলাদেশি নাগরিক।

আরো পড়ুন:

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৩৭৪/১ এর বিপরীতে প্রায় ৩০০-৪০০ গজ ভারতীয় অভ্যন্তরে গরুর ঘাস কাটতে প্রবেশ করেন কয়েকজন বাংলাদেশি। ঘাস কেটে ডাঙ্গীপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করে বিজিবি।

আটককৃতরা হলেন- জেলার হরিপুর উপজেলার মারাধার গ্রামের মৃত ইসমাইলের ছেলে মো. ইলিয়াস আলী (৭২), মৃত ছইব আলীর ছেলে মো. আব্দুর রাজ্জাক (৫৫), ওয়াজুল হকের ছেলে মো. কামাল হোসেন (৩৫) ও মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. বাদশা মিয়া (৩২)। 

লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ বলেন, “আটককৃতরা সীমান্ত রেখা অতিক্রম করে প্রায় কাঁটাতারের কাছে চলে যান। তারা ঘাস কাটার উদ্দেশ্যে নাকি অন্যকোনো কারণে সেখানে গিয়েছিলেন তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। অনেকে ঘাস কাটার ছলে বস্তার ভিতরে বিভিন্ন মাদক দ্রব্য নিয়ে আসেন। এবিষয়ে আইনগত ব্যবস্থা নিতে আমরা আটককৃতদের থানায় পাঠিয়েছি।”

ঢাকা/মঈনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়