ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এক মোটরসাইকেলে চারজন, গাড়ির ধাক্কায় নিহত ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ২২ আগস্ট ২০২৫   আপডেট: ১২:২২, ২২ আগস্ট ২০২৫
এক মোটরসাইকেলে চারজন, গাড়ির ধাক্কায় নিহত ৩

সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় তিনজন মারা যান

ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা চালতিপাড়া এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলটির অপর এক আরোহী আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে জানান হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আবু নাইম ছিদ্দিকি।

আরো পড়ুন:

নিহতরা হলেন- আওলাদ হোসেন (২৩), হাবিল (২২) এবং কাইয়ুম (২২)। আহত ইমন (২০) বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। তারা সবাই সিরাজদিখানের রশুনিয়া ইউনিয়নের খিলাপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, কাজ শেষে চারজন একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এসময় বৃষ্টির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের সার্ভিস লেনে পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই আওলাদ ও হাবিল মারা যান। স্থানীয়রা আহত কাইয়ুম ও ইমনকে উদ্ধার করে নিমতলা আইডিয়াল ক্লিনিকে নিয়ে যান। সেখানকার চিকিৎসক কাইয়ুমকে মৃত ঘোষণা করেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, “ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও আহতদের হাসপাতালে পাঠান ফায়ার সার্ভিসের সদস্যরা।”

হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আবু নাইম ছিদ্দিকি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “একটি মোটরসাইকেলে চারজন আরোহী ছিলেন। বৃষ্টির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই দুইজন নিহত হন। হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়। মরদেহ থানায় আনা হয়েছে।”

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়