ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশালে ভুয়া গোয়েন্দা সংস্থার সদস্য আটক

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৪, ২৩ আগস্ট ২০২৫   আপডেট: ১৭:৩৭, ২৩ আগস্ট ২০২৫
বরিশালে ভুয়া গোয়েন্দা সংস্থার সদস্য আটক

বরিশালে মেহেদী হাসান শাওন নামে এক ভুয়া গোয়েন্দা সংস্থার সদস্যকে আটক করেছে কারা কর্তৃপক্ষ। শনিবার (২৩ আগস্ট) বরিশাল কেন্দ্রীয় কারাগারে এক আসামির সঙ্গে দেখা করতে এসে আটক হন তিনি।

এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি, মোটরসাইকেল ও ২টি মোবাইলসহ বেশ কিছু কাগজপত্র হেফাজতে নেওয়া হয়। আটক মেহেদী হাসান শাওন বরিশাল সদর উপজেলার ডেফুলিয়া গ্রামের ফিরোজ আলমের ছেলে।

আরো পড়ুন:

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, ‘‘শুক্রবার বেলা ৩টার দিকে মেহেদী জেলে থাকা শিক্ষার্থী হোসাইন আল সুয়ানের সঙ্গে দেখা করতে চান। এ সময় তাকে শনিবার আসতে বলা হয়। আজ সকালে এসে তিনি নিজেকে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদস্য হিসেবে পরিচয় দেন। সন্দেহ হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়। পরে মেহেদীর কাছে আইডি কার্ড দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। পরে জানা যায়, তিনি ভুয়া ডিজিএফআই।’’

তিনি আরো বলেন, ‘‘এ ঘটনায় জেল জেল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা করবে। একইসঙ্গে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। জানা গেছে, ২০২৪ সালে এক মামলায় কারাগারে ছিলেন মেহেদী।’’

বিষয়টি স্বীকার করে মেহেদী হাসান শাওন জানান, তিনি ভুল করেছেন। তবে কী কারণে শিক্ষার্থী হোসাইন আল সুয়ানের সঙ্গে দেখা করতে এসেছিলেন সে বিষয়ে কোনো কথা বলেননি তিনি।

ঢাকা/পলাশ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়