ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে পাকিস্তানি রিভলভার উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৫, ২৩ আগস্ট ২০২৫  
ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে পাকিস্তানি রিভলভার উদ্ধার

ফরিদপুরের মধুখালীতে অভিযান চালিয়ে একটি পাকিস্তানি রিভলভার ও তাজা গুলি উদ্ধার করেছেন যৌথ বাহিনীর সদস্যরা।

শনিবার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।

আরো পড়ুন:

এর আগে, গত রাতে র‌্যাব-১০ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করে।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাজনা ইউনিয়নের দেলমথুরাপুর গ্রামের একটি নির্জন বাগানে যৌথ অভিযান চালায় র‌্যাব-১০ ও সেনাবাহিনীর একটি টিম। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি পাকিস্তানি রিভলভার, তিন রাউন্ড তাজা গুলি ও একটি ব্যবহৃত কার্তুজ কেস উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, ‘‘ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গুলি দীর্ঘদিন ধরে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।’’

ঢাকা/তামিম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়