ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খালেদা জিয়ার আপস-সংগ্রাম ছাড়া গণঅভ্যুত্থান হতো না: ফরহাদ মজহার

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৫, ২৩ আগস্ট ২০২৫  
খালেদা জিয়ার আপস-সংগ্রাম ছাড়া গণঅভ্যুত্থান হতো না: ফরহাদ মজহার

ক‌বি, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, ‘‘বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী। তার আপস-সংগ্রাম ছাড়া এই গণঅভ্যুত্থান হতো না।’’

শনিবার (২৩ আগস্ট) কুড়িগ্রামের উলিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরু‌মে ‘জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

আরো পড়ুন:

ফরহাদ মজহার বলেন, ‘‘বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা গ্রেনেড হামলার মামলা দেওয়া হয়েছিল। তিনি ফাঁসির আসামি ছিলেন। মিথ্যা মামলা হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছেন।’’

তিনি বলেন, ‘‘বিগত ১৬ বছরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। এ দেশে হাসিনার মতো অত্যাচারী সরকার যেন আর না আসে।’’

ফরহাদ মজহার বলেন, ‘‘রাজনীতিবিদদের চাপের মুখে নতি স্বীকার করে নির্বাচনের ডেডলাইন দিয়েছেন প্রধান উপদেষ্টা। সব রাজনৈতিক দলের চাপে তিনি বাধ্য হয়েছেন।’’

জ্ঞানতরু সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক নেছারউদ্দীনের সভাপতিত্বে এবং সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন সাংবাদিক শাহরিন আরাফাত, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, জুলাই যোদ্ধা আবদুল্লাহ আল নাহিন, অধ্যাপক আব্দুল বারী, সহকারী অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ।

ঢাকা/সৈকত/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়