ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকায় ঝিনাইদহ যুবলীগ আহ্বায়ক ও আ.লীগ নেতা গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৮, ২৩ আগস্ট ২০২৫  
ঢাকায় ঝিনাইদহ যুবলীগ আহ্বায়ক ও আ.লীগ নেতা গ্রেপ্তার

জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন এবং জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শাকিল আহমেদ।

রাজধানী ঢাকা থেকে ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন এবং জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (২৩ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ঢাকার পান্থপথ থেকে তাদের গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

আরো পড়ুন:

ওসি আব্দুল্লাহ আল মামুন আরো জানান, তাদের দুইজনকে একইসঙ্গে একই স্থান থেকে গ্রেপ্তার করা হয়। তাদের ঝিনাইদহে আনার প্রস্তুতি চলছে।

গত বছরের ৫ আগস্টে আওয়ামী লীগের সরকার পতনের পর থেকে তারা দুইজনই পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় শিবিরকর্মী ইবনুল পারভেজ হত্যা মামলা ও বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের মামলাসহ কয়েকটি করে মামলা রয়েছে।
 

ঢাকা/সোহাগ/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়