মওলানা ভাসানী সেতু: তারের পর রিফ্লেক্টর লাইটও চুরি
মাসুম লুমেন, গাইবান্ধা || রাইজিংবিডি.কম
চুরি হওয়া রিফ্লেক্টর লাইট
গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরে তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতু উদ্বোধনের এক দিন পর ল্যামপোস্টের ৩১০ মিটার বিদ্যুতের তার চুরির রেশ কাটতে না কাটতেই সেতুর রিফ্লেক্টর লাইটও চুরি হয়েছে। তবে, কয়টি লাইট চুরি হয়েছে সেটা জানা যায়নি। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, ৯২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু ও সড়ক পারাপারে নুন্যতম নিরাপত্তা ব্যবস্থা নেই। প্রতিদিন হাজার হাজার যাত্রী ও যানবাহন সেতু দিয়ে চলাচল করছে। অথচ সন্ধ্যা হলেই অন্ধকারে ঢেকে যাচ্ছে দুই পারের কয়েক কিলোমিটার সংযোগ সড়কসহ পুরো সেতুটি।
রাতে গাড়ির লাইটের আলোতে জ্বলছে রিফ্লেক্টর লাইট। ফাইল ফটো
তারা আরো জানান, গত বুধবার সেতু উদ্বোধনের পর রাতে লাইট জ্বলে না ওঠায় তার চুরির বিষয়টি সবার নজরে আসে। এবার চুরি হয়েছে রিফ্লেক্টর লাইট। দিনে সড়কে শৃঙ্খলায় দু-একজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করলেও রাতে থাকেন না কেউ। এছাড়া, সেতুর দুই পারে নেই কোনো পুলিশ ফাঁড়ি।
সেতুর চিলমারীর অংশের বাসিন্দা রাশেদুল ইসলাম রাশেদ বলেন, ‘‘নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এসব চুরির ঘটনা ঘটছে। তবে, এর পেছনে ষড়যন্ত্রও থাকতে পারে’’
রিফ্লেক্টর লাইট চুরির বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশল উজ্জ্বল চৌধুরী বলেন, ‘‘রিফ্লেক্টর লাইট চুরির বিষয়টি লোকমুখে জেনেছি। বিষয়টি স্থানীয় পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে।’’
তার চুরি হওয়ায় অন্ধকারে মওলানা ভাসানী সেতু
তিনি আরো বলেন, ‘‘সেতুর ল্যামপোস্টের বিদ্যুৎ সংযোগের তার চুরির ঘটনায় সুন্দরগঞ্জ থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা করা হয়েছে। সেতুর সিকিউরিটি ইনচার্জ নুর আলম বাদী হয়ে গত শুক্রবার রাতে মামলা করেছেন। দুষ্কৃতকারীদের ধরতে পুলিশ চেষ্টা করছে। ৩১০ মিটার বৈদ্যুতিক তারের আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা। নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ চলছে।’’
এর আগে, গত বুধবার মওলানা ভাসানী সেতুটির উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেতুটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট থেকে কুড়িগ্রামের চিলমারী উপজেলাকে সংযুক্ত করেছে।
ঢাকা/রাজীব