ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে সৈকত বার ও রেস্টুরেন্টের আগুন নিভেছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ২৫ আগস্ট ২০২৫  
চট্টগ্রামে সৈকত বার ও রেস্টুরেন্টের আগুন নিভেছে

চট্টগ্রাম মহানগরের স্টেশন রোডে অবস্থিত সৈকত বার ও রেস্টুরেন্টে সোমবার সকালে আগুন লাগে

চট্টগ্রাম মহানগরের স্টেশন রোডে অবস্থিত সৈকত বার ও রেস্টুরেন্টে লাগা আগুন নিভেছে।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। এর আগে, সকাল ৯টার দিকে রেস্টুরেন্টটিতে আগুন লাগে।

আরো পড়ুন:

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা খলিলুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে নিকটস্থ দুইটি স্টেশন থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কেউ আহত হননি।

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়