ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আটক ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৫, ২৬ আগস্ট ২০২৫   আপডেট: ০৮:৩২, ২৬ আগস্ট ২০২৫
আটক ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ভারতের হাকিমপুর সীমান্তে আটক পাঁচ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে তারা। 

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে সাতক্ষীরা থানার ওসি শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, নাম-ঠিকানা যাচাই শেষে সোমবার (২৫ আগস্ট) রাতেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন:

ফেরত আসা ব্যক্তিরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম বিড়ালক্ষী গ্রামের মনিরা পারভীন (৪৭), একই উপজেলার হরিনগর গ্রামের রফিকুল ইসলাম (৪৮), কালিগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের শহিদ আলী (৫৭), একই উপজেলার বেনাদনা গ্রামের রবিউল ইসলাম (৩৫) এবং গড়ইমহল গ্রামের মাসুম বিল্লাহ (৩০)।

আটককৃতরা জানান, কাজের সন্ধানে তারা বিনা পাসপোর্টে ভারতে প্রবেশ করেছিলেন। দীর্ঘদিন ধরে তারা সেখানে বসবাস করছিলেন। সম্প্রতি সেখানকার পরিস্থিতি খারাপ হওয়ায় দেশে ফেরার সিদ্ধান্ত নেন তারা। গত ২৪ আগস্ট রাতে হাকিমপুর বিএসএফ ক্যাম্পে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট রাত ১১টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকায় প্রবেশের সময় বিএসএফ তাদের আটক করে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি এবং বিজিবি-৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক হয়। এরপর আটক পাঁচ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়