ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ১১ জনকে ঠেলে পাঠল বিএসএফ 

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৬, ২৭ আগস্ট ২০২৫   আপডেট: ০৯:৫৯, ২৭ আগস্ট ২০২৫
ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ১১ জনকে ঠেলে পাঠল বিএসএফ 

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে দিয়ে ১১ বাংলাদেশি নাগরিককে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ বাশালগাঁও বিওপি দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৫১/১-এস সংলগ্ন এলাকা দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে প্রবেশ করায়।

আরো পড়ুন:

৪২ বিজিবি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, আটককৃতদের মধ্যে দুইজন পুরুষ, চারজন নারী এবং পাঁচজন শিশু রয়েছে। তাদের সবার বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার বিভিন্ন গ্রামে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা ৫–৬ বছর আগে কাজের সন্ধানে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের মুম্বাইয়ে যান। ৮–১০ দিন আগে মুম্বাই পুলিশ তাদের গ্রেপ্তার করে সীমান্তে হস্তান্তর করে।

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ও অন্যান্য নথি যাচাই করে তাদের বাংলাদেশের নাগরিক হিসেবে নিশ্চিত হওয়া গেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্তে মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে এবং এ ব্যাপারে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

ঢাকা/মঈনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়