মানিকগঞ্জে আইসক্রিমে কৃত্রিম রঙ, কারখানায় জরিমানা
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আইসক্রিম কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ক্ষতিকর কৃত্রিম রঙ উদ্ধার করা হয়।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বাচ্চাদের হাতে রঙিন আইসক্রিম প্রায়ই দেখা যায়। বাবা-মায়েরা সন্তানদের আবদার রাখতে স্বপ্ল দামের এই আইসক্রিম কিনে দেন। কিন্তু এই আইসক্রিমে ক্যান্সারের ঝুঁকি থাকে। কিডনির ক্ষতি কিংবা শিশুর মস্তিষ্কের বিকাশ ব্যাহত হওয়ার আশঙ্কাও আছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তার নেতৃত্বে কর্মকর্তারা সাটুরিয়া উপজেলার দরগ্রাম বাজার এলাকায় সৌরভ আইসক্রিম কারখানায় অভিযান চালায়।
সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা জানান, কারখানায় অবৈধভাবে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। এই আইসক্রিমে নিষিদ্ধ কৃত্রিম রঙ ব্যবহার করা হচ্ছিল। এই রঙ শিশুর জন্য এই মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। ওই কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে জেলা ক্যাবের প্রতিনিধি রফিকুল ইসলাম ও পুলিশের সদস্যরা অংশ নেয়।
সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা বলেন, ‘‘জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। তবে শুধু সরকারি অভিযানে সমস্যার সমাধান হবে না। অভিভাবকরা সচেতন হলে ভেজাল পণ্যের বাজার কমে আসবে। স্থানীয় ব্যবসায়ীদেরও দায়িত্বশীল হতে হবে। শিশুদের জন্য নিরাপদ খাদ্যের নিশ্চয়তা সামাজিক আন্দোলনে রূপ নিতে হবে।’’
মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. খুরশীদ আলম বলেন, ‘‘আইসক্রিমে কৃত্রিম রঙ শিশুর লিভার ও কিডনি ক্ষতিগ্রস্ত করতে পারে। বড়দের দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এ সব কেমিক্যাল শিশুদের শেখার ক্ষমতা ও মস্তিষ্কের বিকাশে বাধা দেয়।’’
অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ইমতিয়াজ মাহবুব নামে এক অভিভাবক বলেন, “বাজার থেকে বাচ্চাদের আইসক্রিম কিনে দেই। এতে যদি ক্ষতিকর রঙ মেশানো থাকে, তবে তো আমরা নিজের হাতেই সন্তানদের অসুস্থ করছি।”
কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( ক্যাব) মানিকগঞ্জের প্রতিনিধি রফিকুল ইসলাম বলেন, ‘‘দরগ্রামের আইসক্রিম ফ্যাক্টরি হয়ত ভেজালের ক্ষুদ্র উদাহরণ। তবে অভিযানে অভিভাবকরা উপলব্ধি করছেন, শিশুর হাসি রক্ষা করতে হলে ভেজালের বিরুদ্ধে কঠোর হতে হবে।’’
ঢাকা/চন্দন/বকুল