ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আদালত থেকে পালালো আসামি, ঝোপ থেকে ধরে আনল জনতা 

গাজীপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৪, ২৮ আগস্ট ২০২৫  
আদালত থেকে পালালো আসামি, ঝোপ থেকে ধরে আনল জনতা 

গাজীপুর আদালতে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান এক আসামি। কিন্তু শেষ রক্ষা হয়নি। দৌড়ে পাশের এক ঝোপে তিনি লুকালে স্থানীয় জনতা তাকে ধরে পুলিশে দেন। তিনি ডাকাতি মামলার আসামি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।  

পুলিশ সূত্রে জানা যায়, ওই আসামির নাম মো. লালচান (৩৫)। তিনি টাঙ্গাইলের সখিপুর উপজেলার বেরবাড়ি খন্দকার পাড়া এলাকার বদরুদ্দীনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে লালচানকে হাজিরার জন্য গাজীপুর অতিরিক্ত দায়রা জজ আদালতে আনা হয়। কোর্টে তোলার সময় তিনি পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান। পরে স্থানীয় জনতা জানতে পেরে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে আদালত পাড়ায় পরিত্যক্ত ঝোপে লুকিয়ে থাকা অবস্থায় তাকে ধরা হয়। এরপর জনতা ওই আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করে। 

গাজীপুর আদালতের পরিদর্শক আব্দুল মান্নান বলেন, ‘‘আসামি লালচান কোর্টে তোলা হলে কৌশলে হাতকড়া খুলে ছুটে দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে পাকরাও করে কারাগারে পাঠানো হয়েছে।’’ 

তিনি আরও বলেন, ‘‘লালচান কালিয়াকৈর থানার একটি ডাকাতি মামলার এজহারভুক্ত আসামি। আজ তার আদালতে হাজিরা ছিল। 

ঢাকা/রেজাউল

সর্বশেষ

পাঠকপ্রিয়