ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নবীগঞ্জে ১৫ হাজার ঘনফুট সাদা বালু জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪১, ২৮ আগস্ট ২০২৫   আপডেট: ২২:৪২, ২৮ আগস্ট ২০২৫
নবীগঞ্জে ১৫ হাজার ঘনফুট সাদা বালু জব্দ

জব্দ করা সাদা বালু

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে তোলা ১৫ হাজার ঘনফুট সাদা বালু (বিট বালু) জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার দীঘলবাগ ও ইনাতগঞ্জ ইউনিয়নের নদী এলাকায় অভিযান চালিয়ে ওই বালু জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে বালু উত্তোলনকারীদের পাওয়া যায়নি।

আরো পড়ুন:

অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন। এ সময় নবীগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও মো. রুহুল আমীন বলেন, “বালু উত্তোলনকারীরা আগেই পালিয়ে যান। তারা বালু তুলে বিক্রির জন্য স্তুপ করে রেখেছিলেন। এ বিষয়ে নজরদারি অব্যাহত থাকবে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। মূল হোতাদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জে কুশিয়ারা নদী থেকে দীর্ঘদিন ধরে সাদা বালু লুট হচ্ছে। প্রতিদিন দীঘলবাক, দুর্গাপুর, পাহাড়পুর ও পারকুল এলাকায় নদীর প্রায় ১০-১৫টি স্পট থেকে ড্রেজার মেশিনে বালু তোলা হয়। নদী থেকে তোলা বালু নদীর তীর ও কৃষিজমিতে স্তুপ করে রাখা হয়। এতে ব্যাপক নদীভাঙন দেখা দিচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি ও আশপাশের বাড়িঘর।

ঢাকা/মামুন/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়