ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জে হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, দগ্ধ ২

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ২৯ আগস্ট ২০২৫  
নারায়ণগঞ্জে হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, দগ্ধ ২

নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া এলাকায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) সামনে একটি অ্যাম্বুলেন্সে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সচালক বিজয় (৩০) ও মনোয়ারা বেগম (৫০) নামে এক নারী দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ও দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দর উপজেলার রাজবাড়ি এলাকার মনোয়ারা বেগম তার আট বছরের অসুস্থ নাতিকে চিকিৎসার জন্য ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে আসেন। শিশুর অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠাতে বলেন চিকিৎসকেরা। রাত ৮টার দিকে ভাড়া করা অ্যাম্বুলেন্সে ওঠার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। এতে চালক বিজয়ের শরীর ও হাত দগ্ধ হয় এবং পাশে দাঁড়িয়ে থাকা মনোয়ারা বেগমের শরীরের ডান পাশ পুড়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন বলেন, ‘‘অ্যাম্বুলেন্সের ভেতরে দুটি গ্যাস সিলিন্ডার ছিল। চালক গাড়ি চালু করার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’’

তিনি আরো বলেন, ‘‘আমরা অ্যাম্বুলেন্সের ভেতরের সেই সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হতে দেখেছি। পরে আমরা সিলিন্ডারের গ্যাস বন্ধ করি। ধারণা করা হচ্ছে, লিকেজ থেকে গাড়ির ভেতরে গ্যাস জমে ছিল।’’

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ‘‘অ্যাম্বুলেন্সটি বেসরকারি ভাড়া করা। কীভাবে বিস্ফোরণ ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’’

ঢাকা/অনিক/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়