ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজনগরে স্বেচ্ছাসেবক দলের একাংশের বাধায় কর্মিসভা পণ্ড

মৌলভীবাজার সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৩, ২৯ আগস্ট ২০২৫  
রাজনগরে স্বেচ্ছাসেবক দলের একাংশের বাধায় কর্মিসভা পণ্ড

অনুষ্ঠানস্থল এম সাইফুর রহমান অডিটোরিয়ামের আশপাশে পুলিশ অবস্থান নেয়।

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আয়োজন স্থলে তালা লাগিয়ে স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা পণ্ড করে দিয়েছেন দলটির একাংশের নেতাকর্মীরা। উত্তেজনা থামাতে সকাল থেকে অনুষ্ঠানস্থল এম সাইফুর রহমান অডিটোরিয়ামের আশপাশে পুলিশ অবস্থান নেয়।

শুক্রবার (২৯ আগস্ট ) সকাল ১১টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা হওয়ার কথা ছিল। উপস্থিত থাকার কথা ছিল দলটির কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. জাহেদুল কবির জাহিদের। সকাল ৯টার দিকে স্বেচ্ছাসেবক দলের একটি পক্ষ গিয়ে অডিটোরিয়ামে তালা ঝুলিয়ে দেয়। পরে পুলিশও আশপাশে অবস্থান নেয়।

আরো পড়ুন:

দলের দুর্দিনের নেতাকর্মী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে দাওয়াত না দেওয়ায় তারা কর্মিসভায় বাধা দিয়েছেন বলে জানান দলটির রাজনগর উপজেলা আহ্বায়ক সুলতান মাহমুদ সুনু।

রাজনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাওসার আহমদ বলেন, ‘‘প্রস্তুতি সভা করে সবার মতামত নিয়ে কর্মিসভার তারিখ নির্ধারণ করা হয়। জেলা কমিটি উপজেলা আহ্বায়ককে অব্যাহতি দিলেও তাকে প্রস্তুতি সভায় আসতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।’’ 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন,  ‘‘একপক্ষ সভা করতে চাইলে অন্যপক্ষ বাধা দেয়। এতে উত্তেজনা দেখা দেয়। আমরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনি।’’ 

ঢাকা/আজিজ/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়