নড়াইলে ষাঁড়ের লড়াই দেখলেন হাজারো দর্শক
এস এম শরিফুল ইসলাম, নড়াইল || রাইজিংবিডি.কম
নড়াইলের কালিয়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐহিত্যবাহী ষাঁড়ের লড়াই। গতকাল শনিবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার রঘুনাথপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মাঠে আয়োজিত এ প্রতিযোগিতাকে কেন্দ্র করে সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ প্রতিযোগিতা উপভোগ করতে ভিড় করেন।
নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম প্রতিযোগিতার উদ্বোধন করেন। নবীন যুব সংঘ ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করে।
ষাঁড়ের লড়াই দেখতে দুপুরের মধ্যে রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ দর্শকে পূর্ণ হয়ে যায়। তাদের অনেকে স্কুলের বারান্দায়, কেউ বাসা-বাড়ির ছাদে এবং গাছে উঠে উপভোগ করেন লড়াই। প্রতিযোগিতায় আড়পাড়া, যাদবপুর, শোলপুর, মির্জাপর, পেড়লীসহ বিভিন্ন এলাকার ২০টির ষাঁড় অংশ নেয়।
মির্জাপুর থেকে আসা দর্শক অলোক বিশ্বাস বলেন, “আমি এবং আমাদের এলাকা থেকে ২০ জন নসিমনে করে ষাঁড়ের লড়াই দেখতে আসি। যদি, বৃষ্টি না হতো তাহলে আরো সুন্দরভাবে ষাঁড়ের লড়াই উপভোগ করতে পারতাম।”
তিনি আরো বলেন, “পুরোনো এই ঐতিহ্য সংরক্ষণ করা উচিত। ষাঁড়ের লড়াই শুধু একটি সাধারণ খেলা নয়, এটি আমাদের গ্রামীণ সাংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।”
নবীন যুব সংঘের সভাপতি ও ষাঁড়ের লড়াইয়ের আয়োজক সায়েবুজ্জামান বলেন, “গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতেই এই খেলার আয়োজন। আমরা চেষ্টা করব আগামী প্রজন্ম যেন এই খেলার আয়োজন করে। দর্শকদের উপস্থিতিতে বুঝা যায়, মানুষ এখনো ষাঁড়ের লড়াই দেখতে খুবই আগ্রহী।”
ষাঁড়ের লড়াইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “আমরা দেখেছি, আগে জারি গান, ষাঁড়ের লড়াই, নৌকা বাইচ, ঘোড়া দৌঁড় প্রতিযোগিতা আয়োজন করতেন মুবব্বিরা। এখন থেকে গ্রামবাংলার ঐতিহ্যবাহী সব ধরনের খেলাধুলার আয়োজন করা হবে।”
ঢাকা/মাসুদ