ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশিকে হন্তান্তর

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ১ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ০৮:৫৯, ১ সেপ্টেম্বর ২০২৫
সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশিকে হন্তান্তর

সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রবিবার (৩১ আগস্ট) রাতে সীমান্তের চেকপোস্ট এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।

আরো পড়ুন:

বিজিবি জানায়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি ও বিজিবির সাতক্ষীরার তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেম পতাকা বৈঠক করেন। এ সময় আটক ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করা হয়।

এর আগে, শনিবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ।

ফেরত দেওয়া বাংলাদেশিরা হলেন- বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার সানকিডাঙ্গা গ্রামের মো. আফজাল শেখের ছেলে মো. মিজানুর রহমান শেখ (৩৮), মিজানুর রহমান শেখের স্ত্রী মোসা. শারমিন আক্তার (২৪), তাদের ছেলে শামীম শেখ (৭), মেয়ে রুমা শেখ (৪), একই গ্রামের মো. মোন্তফা শিকদারের ছেলে মো. নজরুল শিকদার (৫০), মো. নজরুল শিকদারের স্ত্রী মোসা. কহিনুর বেগম (৪৩), একই  উপজেলার বদনীডাঙ্গা গ্রামের মো. আফজাল শেখের ছেলে মো. কবির শেখ (৪০), কবির শেখের স্ত্রী মোছাম্মৎ তফুরা বেগম (৩০), পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার চন্ডিপুর গ্রামের মো. হানিফ মৃধার ছেলে মো. আরমান মৃধা (২৫), মো. আরমান মৃধার স্ত্রীর হাজেরা আক্তার (২১), তাদের ছেলে হাফিজুল (৬), মেয়ে আমিনা (৩), মো. চুন্নু শেখের স্ত্রী মোসা. মুকুল বেগম (৪১) এবং সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার পদ্মবেউলা গ্রামের মোসলেম মোড়লের ছেলে আব্দুল কাদের মোড়ল (৪০)।

বিজিবি জানায়, গত ৩০ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রম করার সময় বিএসএফের হাকিমপুর ক্যাম্পের একটি  দল ১৪ জনকে আটক করে। রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তলুইগাছা সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হন্তান্তর করা হয়। রাত ৯টার দিকে তাদের সাতক্ষীরা সদর থানায় সোপার্দ করা হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বলেন, ‍“রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সদর থানায় ১৪ জনকে হস্তান্তর করা হয়েছে। নাম-ঠিকানা যাচাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়