ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে গোবিপ্রবিতে বিক্ষোভ

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ১ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১২:১৮, ১ সেপ্টেম্বর ২০২৫
চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে গোবিপ্রবিতে বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বিক্ষোভ সমাবেশ হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিয়ে ক্যাম্পাসের গোল চত্বরে সমাবেত হয়ে শিক্ষার্থীরা সমাবেশ করেন। তাদের এই সমাবেশে শিক্ষকরা একাত্মতা ঘোষণ করেন।

আরো পড়ুন:

সমাবেশে গোবিপ্রবির ছাত্র উপদেষ্টা মো. বদরুল ইসলাম, প্রক্টর ডা. আরিফুজামান রাজিব, শিক্ষার্থী জামিউল আলম জয়, মো. রায়হান বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, নতুন বাংলাদেশে শিক্ষার্থীদের টার্গেট করে হামলা চালানো হচ্ছে। যার প্রকৃত উদাহরণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একা নয়, তাদের সাথে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষার্থী রয়েছে। 

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা আরো বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

ঢাকা/বাদল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়