ঝিনাইদহে ডোবার পানিতে শিশুর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শিশু সীমান্তের মরদেহ বাড়িতে আনলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা
ঝিনাইদহের মহেশপুরে ডোবার পানিতে ডুবে সীমান্ত দাস (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার গাড়াবাড়িয়া গ্রামে মারা যায় সে। সীমান্ত একই গ্রামের মধু দাসের ছেলে।
স্থানীয়রা জানায়, সীমান্ত বল নিয়ে বাড়ির পাশে খেলা করছিল। বলটি ডোবায় পড়ে গেলে সে সেটি তুলে আনতে যায়। এসময় সে ডোবায় পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবার পানিতে সীমান্তকে ভাসতে দেখে উদ্ধার করেন। তারা তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক সীমান্তকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, “পানিতে ডুবে শিশু মারা গেছে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারকে বুঝে দেওয়া হয়েছে।”
ঢাকা/শাহরিয়ার/মাসুদ