নেত্রকোণায় ভারতীয় মদসহ যুবক আটক
নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নেত্রকোনার পূর্বধলায় ভারতীয় মদসহ মাসুম মিয়া (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মাসুম মিয়া জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পুলিয়া রাজনগর গ্রামের শবদুল মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ৩৭৫ মিলিলিটার করে ১৩ লিটার ৮৭৫ মিলিলিটার মদ ছিল। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণার সহকারী পরিচালক নাজমুল হক বলেন, ‘‘আটক যুবকের বিরুদ্ধে পূর্বধলা থানায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।’’
ঢাকা/ইবাদ/রাজীব