ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গণঅধিকারের মিছিল থেকে খুলনায় জাপা কার্যালয়ে হামলা

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২০, ৪ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ০৮:৩০, ৪ সেপ্টেম্বর ২০২৫
গণঅধিকারের মিছিল থেকে খুলনায় জাপা কার্যালয়ে হামলা

বুধবার বিকেলে জাতীয় পার্টির খুলনা জেলা কার্যালয়ে হামলা হয়

খুলনায় জাতীয় পার্টি অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জাতীয় পার্টির পক্ষ থেকে এ ঘটনার জন্য গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর ডাকবাংলো মোড়ের জাতীয় পার্টির অফিসে হামলা হয়। 

আরো পড়ুন:

আরো পড়ুন: খুলনায় জাপা কার্যালয়ে হামলা, লাঠিচার্জে ছত্রভঙ্গ

জাতীয় পার্টির খুলনা মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, “বিকেল সাড়ে ৫টার দিকে গণঅধিকার পরিষদের একটি মিছিল ডাকবাংলোস্থ মহানগর ও জেলা কার্যালয়ে হামলা চালায়। এ সময়ে আমাদের নেতাকর্মীরা কেউই কার্যালয়ে উপস্থিত ছিল না। হামলাকারীরা পরিকল্পিতভাবে সাইনবোর্ড, দরজা, জানালা, গ্রিল, চেয়ার ও টেবিল ভাঙচুর করে। পরে তারা পুনরায় এসে বাকি আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র কার্যালয়ের বাইরে নিয়ে আগুনে পুড়িয়ে দেয়। এ সময়ে দলের চেয়ারম্যান জিএম কাদেরের কুশপুত্তলিকাও দাহ করা হয়।” 

তিনি অভিযোগ করে বলেন, “পুলিশ ঘটনার সময় নিরব দর্শকের ভূমিকা পালন করে।” 

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সম্পাদক এস কে রাশেদ বলেন, “আমাদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বুধবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করি। মিছিলটি ডাকবাংলো মোড়ে আসলে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময়ে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির নেতা জিএম কাদেরের কুশপুত্তলিকা দাহ করা হয়। আমাদের দলীয় নেতাকর্মীরা লুটপাট করেনি। বিক্ষুদ্ধ জনতা ভাঙচুর বা লুটপাট করেছে কিনা তা আমার জানা নেই।” 

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, “ঘটনার সময় পুলিশ সেখানে ছিল না।”

গত ৩০ আগস্ট গণঅধিকার পরিষদ খুলনায় জাতীয় পার্টি অফিসে হামলার চেষ্টা করেছিল। ভেতরে ঢুকতে না পেরে তারা সাইন বোর্ড ভেঙ্গে দেয়। 

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়