ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মানিকগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ৪ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১২:১৩, ৪ সেপ্টেম্বর ২০২৫
মানিকগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও ট্রাক

মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকার প্রশিকা মোড়ে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নিলুয়া গ্রামের মো. পরশ উদ্দীনের ছেলে আব্দুল মান্নান (২৩) ও হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার শেখজন মোল্লার ছেলে মনির হোসেন (৬০)। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।  

আরো পড়ুন:

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, “মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা অটোরিকশাতে চালকসহ চারজন যাত্রী ছিলেন। সিংগাইর বাসস্ট্যান্ড এলাকার একটু সামনে সিমেন্টবাহী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন দুইজন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।”

ঢাকা/চন্দন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়