চট্টগ্রামে পুলিশের ওপর হামলা: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রামে পুলিশের ওপর হামলার ঘটনায় ‘নিষিদ্ধ ঘোষিত’ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার মোহাম্মদ কাইয়ুম (৩৪) বন্দর থানা ছাত্রলীগের সভাপতি। বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘গত ১১ আগস্ট রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল করার খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি দল অভিযানে যায়। এ সময় ছাত্রলীগ নেতা কাইয়ুমের নেতৃত্বে পুলিশের ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় বন্দর থানার এসআই আবু সাঈদ রানাকে। এ ঘটনার পর থেকে পলাতক ছিলেন কাইয়ুম।’’
ওসি আরো বলেন, ‘‘বুধবার রাতে অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’’
ঢাকা/রেজাউল/রাজীব