ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুয়াকাটায় ফের ভেসে এল ১০ ফুট লম্বা মৃত ডলফিন

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১২, ৪ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২২:১৩, ৪ সেপ্টেম্বর ২০২৫
কুয়াকাটায় ফের ভেসে এল ১০ ফুট লম্বা মৃত ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ফের ১০ ফুট লম্বা একটি মৃত ইরবতি ডলফিন ভেসে এসেছে। ডলফিনটির পুরো মাথা এবং শরীরের বিভিন্ন অংশে চামড়া ওঠানো। ক্ষত রয়েছে মাথা ও শরীরে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সৈকতের চর-গঙ্গমতি এলাকায় ডলফিনটি দেখতে পান উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, কুয়াকাটা (উপরা) এর সদস্যরা। পরে বন বিভাগ এবং কুয়াকাটা পৌরসভা সমন্বয় করে ডলফিনটিকে মাটিচাপা দেয়।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, কুয়াকাটা (উপরা) এর আহ্বায়ক আবুল হোসেন রাজু জানান, আমাদের একটি টিম বন পরিদর্শন শেষে ফেরার পথে মৃত ডলফিনটি জঙ্গলের ভেতরে দেখতে পায়। ধারণা করা হচ্ছে, সকালের জোয়ারে এটি ভেসে এসেছে। ইরাবতী প্রজাতির এই ডলফিন যা দক্ষিণ-পূর্ব এশিয়া ও বঙ্গোপসাগর সমুদ্র উপকূলের নিকটে নদীর মোহনাতে বিভিন্নভাবে দেখা যায়।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘‘চলতি বছর এখন পর্যন্ত ৯টি মৃত ডলফিন কুয়াকাটাসহ অত্র এলাকায় ভেসে এসেছে। উপকূলীয় এলাকাজুড়ে আমরা সার্বক্ষণিক কাজ করছি ডলফিন নিয়ে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যাতে এ মৃত্যুর সঠিক কারণগুলো বের করা হয়।’’

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা একেএম মনিরুজ্জামান বলেন, ‘‘ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে বিষয়টি শুনে আমাদের সদস্যদের পাঠিয়ে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করি। যাতে দুর্গন্ধ না ছড়ায়। এছাড়া, ডলফিনের মৃত্যুর রহস্য উদঘাটনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’’

ঢাকা/ইমরান/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়