ঝিনাইদহে নিজের বন্দুকের গুলিতে ব্যবসায়ীর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নজরুল ইসলাম নজু
ঝিনাইদহের কোটচাঁদপুরে নজরুল ইসলাম নজু (৭২) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে কোটচাঁদপুর উপজেলার সলেমনাপুর গ্রামের উত্তর পাড়ায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নজরুল ইসলাম নজু ওই এলাকার মৃত আব্দুর রহিম বিশ্বাসের ছেলে। তিনি কোটচাঁদপুর উপজেলা শহরে দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসা করছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, সলেমানপুর উত্তর পাড়ায় দোতলা বাড়িতে স্ত্রী এবং ছেলে ও পুত্রবধূকে নিয়ে বাস করতেন নজু। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১টার দিকে দোতলা থেকে নিচতলার একটি কক্ষে চলে আসেন তিনি। এ সময় দোতলার প্রধান ফটকে সিটকিনি লাগিয়ে দেন। ভোররাতে নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে মাথায় গুলি করেন নজু। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন। শুক্রবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতব্বর বলেছেন, দীর্ঘদিন ধরে নজরুল ইসলাম নজুর পরিবারে ঝামেলা চলছিল। এছাড়া, ব্যাংকের ঋণ ছিল তার। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, তিনি আত্মহত্যা করেছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।
ঢাকা/সোহাগ/রফিক