ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে সড়ক অবরোধ প্রত্যাহার

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৭, ৫ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২১:০৭, ৫ সেপ্টেম্বর ২০২৫
ফরিদপুরে সড়ক অবরোধ প্রত্যাহার

অবরোধ প্রত্যাহারের পর যান চলাচল শুরু হয়।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এবং সংসদীয় আসনের পুরনোর সীমানা বহাল রাখার দবিতে এলাকাবাসীর করা অবরোধ প্রত্যাহার করা হয়েছে। ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

ভাঙ্গা এক্সপ্রেসওয়ে গোল চত্বর এলাকায় শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে শুরু হওয়া এই অবরোধ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তুলে নেওয়া হয়। মহাসড়কে আটকে থাকা শত শত যানবাহন চলাচল শুরু করে। যাত্রীদের দুর্ভোগ লাঘব হয়।

আরো পড়ুন:

অবরোধ চলাকালে হামিরদী ইউনিয়নের হাসামদিয়া এলাকায় একটি বাসে ভাঙচুর করা হয়। এ ঘটনা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে বেশ কয়েকজন আহত হয়। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় ও সংখ্যা জানা সম্ভব হয়নি।

খবর পেয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। তিনি জনভোগান্তির কথা বিবেচনা করে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান এবং দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দেন। ইউএনও সমস্যার সমাধানের জন্য ৪৮ ঘণ্টার সময় চান।

তার অনুরোধ প্রত্যাখ্যান করে বিক্ষোভকারীরা কর্মসূচি চালিয়ে যান। সন্ধ্যা নেমে আসলে ও বৃষ্টি শুরু হওয়ায় তারা স্বেচ্ছায় অবরোধ তুলে নেন।

আরো পড়ুন: ফরিদপুরে অবরোধ: ফের ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যান চলাচল বন্ধ

ইউএনও মিজানুর রহমান জানান, তিনি বিষয়টি জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছেন। তিনি আশা করছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সমাধান আসবে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান জানান, অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল শুরু হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লেগেছে।

ঢাকা/তামিম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়