ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে অবরোধ: ফের ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যান চলাচল বন্ধ

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ৫ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৯:১৪, ৫ সেপ্টেম্বর ২০২৫
ফরিদপুরে অবরোধ: ফের ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যান চলাচল বন্ধ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে গোল চত্বর এলাকায় ফের অবরোধ করেছেন স্থানীয় জনতা। এতে দক্ষিণাঞ্চলের অন্তত ২১ জেলার সঙ্গে ঢাকার যান চলাচল আবারো বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ভাঙ্গা গোল চত্বরের ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের প্রবেশমুখ একযোগে অবরোধ করেন বিক্ষোভকারীরা।

এর আগে, সকাল ৮টার দিকে প্রথমে খুলনা-ঢাকা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে মুনসুরাবাদ ও হামেরদী বাসস্ট্যান্ডে অবরোধ শুরু হয়। দুপুর ১টার দিকে দুটি মহাসড়কে যান চলাচল শুরু হয়। বিকেল সাড়ে ৪টার দিকে ভাঙ্গা গোল চত্বর এলাকায় ফের অবরোধ করেন স্থানীয়রা।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, ‘‘পাঁচ ঘণ্টা অবরোধের পর দুটি মহাসড়কে যান চলাচল শুরু হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে ভাঙ্গা গোল চত্বর এলাকায় ফের অবরোধ করেছেন স্থানীয় জনতা। এতে দক্ষিণাঞ্চলের অন্তত ২১ জেলার সঙ্গে ঢাকার যান চলাচল আবারো বন্ধ হয়ে গেছে।’’

ঢাকা/তামিম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়