ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নান্দাইলে খতিব নিয়োগ নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ৪

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৬, ৬ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১০:০৯, ৬ সেপ্টেম্বর ২০২৫
নান্দাইলে খতিব নিয়োগ নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ৪

মসজিদের খতিব নিয়োগ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়

ময়মনসিংহের নান্দাইলে মসজিদের খতিব নিয়োগ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় চার জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়েছে।

শুক্রবার (৫ সেপ্টম্বর) জুম্মার নামাজের পর পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বালিয়াপাড়া গ্রামের উত্তরপাড়া জামে মসজিদে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নান্দাইল পৌর ওলামালীগের সভাপতি মাওলানা আবুল খায়ের বালিয়াপাড়া উত্তর পাড়া জামে মসজিদে ৩৬ বছর যাবত খতিবের দায়িত্ব পালন করেন। বেশ কিছু দিন আগে বার্ধক্যজনিত কারণ দেখিয়ে জুম্মার নামাযের সময় আগত মুসুল্লিদের উপস্থিতিতে তিনি খতিবের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন। 

পরবর্তীতে মসজিদের সভাপতি মো. রোস্তম আলী মসজিদের নতুন খতিব হিসেবে মাওলানা আনোয়ারুল হোসেনকে নিয়োগ দেন। এদিকে একটি পক্ষ পুণরায় মাওলানা আবুল খায়েরকে রাখার পক্ষে জোর দেন। এতে এলাকায় দুই পক্ষের মধ্যে ক্ষোভ তৈরি হয়। 

এমন ঘটনার পরিপ্রেক্ষিতে মসজিদের সভাপতি মো. রোস্তম আলী নান্দাইল মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অপর পক্ষ নান্দাইল উপজেলা নির্বাহীর কর্মকর্তার সারমিনা সাত্তারের শরাপন্ন হলে তিনি গত ৪ সেপ্টেম্বর আগের খতিব মাওলানা আবুল খায়েরকে পুনরায় নিয়োগ দিয়ে আগের মসজিদ কমিটি বিলুপ্ত করে দেন। 

শুক্রবার জুম্মার নামাযের পরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এতে দুই পক্ষের মাঝে সংঘর্ষের সৃষ্টি হয়। এদিকে পুলিশ আগে থেকেই ঘটনা আঁচ করতে পেরে মসজিদের পাশেই পুলিশ মোতায়েন করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন রাউন্ড গুলি ছোঁড়ে।

সংঘর্ষে আহত হন- মসজিদের জমিদাতা আব্দুল হালিম, মুসুল্লি আবু তালেব, মো. মোফাজ্জল, সারজিদ মিয়া, আবুল হাছান। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, “ঘটনা আঁচ করতে পেরে জুম্মার নামাযের সময় মসজিদের পাশে পুলিশ মোতায়েন করা হয়। তারপরেও নামায শেষে দুই পক্ষর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

ঢাকা/মিলন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়