ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জসনে জুলুসে যাওয়ার পথে রাঙামাটিতে দুর্ঘটনায় আহত ৪

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ৬ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১২:৫৯, ৬ সেপ্টেম্বর ২০২৫
জসনে জুলুসে যাওয়ার পথে রাঙামাটিতে দুর্ঘটনায় আহত ৪

বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চার জন আহত হয়েছেন।

রাঙামাটি থেকে চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী’র জশনে জুলুসে যাওয়ার পথে বাস ও একটি হাইসের মুখোমুখি সংঘর্ষে চার জন আহত হয়েছেন। 

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে জেলার বেতবুনিয়া গোদারপাড় এলাকায় এই ঘটনা ঘটে।

এতে আহত হয়েছেন- মো. ইসমাইল (৬৮), মো. লিটন (৪২), মো. আরাভ (১৩) ও হাইসের চালক মো. সেলিম।

এলাকাবাসী জানান, রাঙামাটি থেকে একটি হাইস মাইক্রোবাসে করে কয়েকজন চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জুলুসের বর্ণাঢ্য র‌্যালিতে যোগ দিতে যাচ্ছিলেন। পথে বেতবুনিয়া গোদারপাড় এলাকায় পৌঁছলে চট্টগ্রাম থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাইসে থাকা চালকসহ চার জন গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রামের রাউজানের জে কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কাউলালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ বলেন, “চট্টগ্রাম থেকে একটি যাত্রীবাহী বাস রাঙামাটি যাচ্ছিলো। অপরদিকে রাঙামাটি থেকে একটি হাইস চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুসে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এতে হাইসে থাকা চার জন আহত হন। তারা পাশ্ববর্তী রাউজানের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শুনেছি বাসটি জুলুসের জন্য যাত্রী নিতেই রাঙামাটি যাচ্ছিলো। বাসটি রং সাইডে ও দ্রুত গতিতে যাচ্ছিল। দুর্ঘটনায় হাইসের চালক বেশি আহত হয়েছেন।”

ঢাকা/শংকর/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়