বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়লেন কাদের সিদ্দিকী
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় বক্তব্যে দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন বঙ্গবীর কাদের সিদ্দিকী।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে সখীপুর খান মার্কেটে কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় বক্তব্য রাখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।
কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলার সভাপতি আব্দুস সবুর খান বঙ্গবীর কাদের সিদ্দিকীর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন।
কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলার সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব বলেন, ‘‘বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বঙ্গবীর কাদের সিদ্দিকী। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেন। বর্তমানে তিনি জেলা ডাক বাংলোতে বিশ্রাম নিচ্ছেন ও সুস্থ আছেন।’’
ঢাকা/কাওছার/রাজীব