ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাতীয় পার্টির জনপ্রিয়তা ঠেকাতে ষড়যন্ত্র চলছে: মোস্তফা

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ৬ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৬:৪৯, ৬ সেপ্টেম্বর ২০২৫
জাতীয় পার্টির জনপ্রিয়তা ঠেকাতে ষড়যন্ত্র চলছে: মোস্তফা

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা অভিযোগ করেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে যখন দলটি ব্যস্ত সময় পার করছে, তখনই একটি সংঘবদ্ধ কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তিনি বলেন, ‘‘আওয়ামী শূন্যতায় দেশব্যাপী জাতীয় পার্টির জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। সেটি রুখে দিতে কাকরাইলে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।’’

আরো পড়ুন:

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির (জাপা) দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত বিভাগীয় প্রতিনিধি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মোস্তফা বলেন, “স্বাধীনতার স্বপক্ষের শক্তিগুলোকে নিশ্চিহ্ন করে দিতে একটি কুচক্রী মহল অব্যাহত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তবে, জাতীয় পার্টি নিয়ে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় রংপুর প্রস্তুত রয়েছে।’’

তিনি বলেন, ‘‘দেশব্যাপী মুক্তিযোদ্ধাদের হেনস্তা করাসহ গলায় জুতার মালা পরিয়ে ন্যক্কারজনক ঘটনার জন্ম দেওয়া হচ্ছে একের পর এক। এটি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য অমঙ্গলজনক।”

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বলেন, ‘‘সুষ্ঠু ও অবাধ পরিবেশ নিশ্চিত হলে দেশের প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রার্থী জাতীয় পার্টির প্রস্তুত রয়েছে। তবে, সরকার যদি চলমান মব সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়; তাহলে আসন্ন নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।’’

এ সময় শুক্রবার রাতে ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মোস্তফা।

ঢাকা/আমিরুল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়