ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরগুনায় ঘর থেকে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৩, ৭ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ০৯:৪৯, ৭ সেপ্টেম্বর ২০২৫
বরগুনায় ঘর থেকে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফাইল ফটো

বরগুনার একটি বাসা থেকে আকলিমা (২৭) ও তার স্বামী স্বপন মোল্লার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ইটবাড়িয়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে এই দম্পতির দুই সন্তানকে অক্ষত অবস্থায় পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, আজ সকাল ৮টার দিকে প্রতিবেশীরা ঘরের সামনের বারান্দায় গলাকাটা অবস্থায় দেখতে পান আকলিমাকে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘরের ভেতর প্রবেশ করেন। সেখানে তারা আকলিমার স্বামী স্বপন মোল্লার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই দম্পতির মরদেহ উদ্ধার করে। কী কারণে এই হত্যাকাণ্ড সে বিষয়ে কেউ কিছু জানাতে পারেননি। 

আরো পড়ুন:

বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াকুব হোসাইন রাইজিংবিডিকে বলেন, “ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। এখন পর্যন্ত কোনো কিছুই বলা যাচ্ছে না। আমরা জিজ্ঞাসাবাদ করছি। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়